বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন , ই-পেপার

মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসান উল্লাহ বুলবুল এর মৃত্যুতে বিএনপির শোক

মোছা আলী মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  
  • আপলোডের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আহসান উল্লাহ বুলবুল আর নেই।  মঙ্গলবার রাত ৯ ঘটিকায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি ইন্না লিল্লাহি…….  রাজিউন। বুধবার বেলা ১১ টায় বড় ভাংবাড়ী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি, মাদারগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আহবায়ক এডভোকেট মোঃ মঞ্জুর কাদের বাবুল খানসহ যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্য সচিবসহ সদস্যবৃন্দ, জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেছ, মাসুদ সরকার, হাফিজুর রহমান সাকু সহ উপজেলা ও পৌর, ইউনিয়ন বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ।

মরহুম আহসান উল্লাহ বুলবুল উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বড় ভাংবাড়ী গ্রামের আসাদ মাষ্টারের একমাত্র ছেলে।  মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ,ফুসফুস,নিম্ন রক্ত চাপে ভোগ ছিলেন।  ভারতে ও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহসান উল্লাহ বুলবুল কড়ইচড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক এর দায়িত্বে চলমান ছিল।

রাজনীতিতে তিনি কখনো পিছপা হননি তার মৃত্যুতে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুম আহসান উল্লাহ বুলবুল এর জান্নাতবাসী কামনায় দোয়া চেয়েছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..