শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মেয়র আতিকুল ইসলামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে-উপদেষ্টা আসিফ মাহমুদ ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ভোলায় একাধিক মামলার আসামি মহসিন আটক বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুভ উদ্বোধন করেন পাটকেলঘাটা কাঁচামালের আড়ৎ রায়েন্দা ফেরিঘাটের কাজের মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারে মিস্ত্রি থেকে পীর কাজী জাবের আল জাহাঙ্গীর, জানালেন গ্রামবাসী   আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে- হাফিজ ইব্রাহিম  সিলেট সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

লোহাগড়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

 

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান লোহাগড়া উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান উক্ত মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও ফাতিমা আজরিন তন্বী, সহ-সম্পাদক কিশোর রায়, রূপক মুখার্জি, গৌতম দেওয়ান, কোষাধ্যক্ষ তপন রায়, স্বরুপ  চক্রবর্তী, পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব।
এরপর জেলা প্রশাসক ছাতড়া সার্বজনীন দূর্গা মন্দির, কুন্দশী  সার্বজনীন দূর্গা মন্দির, লোহাগড়া গৌর-নিতাই জিউর মন্দিরসহ বেশ কয়েকটি মন্ডব ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় জেলা প্রাশসক  শারমিন আক্তার জাহান হিন্দু ধর্মাবল্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। তিনি সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পূর্ণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া থানার এসআই মামুন হোসেন প্রমূখ।
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শনকুন্ডু ছোটন,সিনিয়র
সাংবাদিক রূপক মুখার্জিসহ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..