নাটোরের সিংড়ায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ।
১৮ মে শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক জনাব আবু নাছের ভূঁঞা ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা ‘র সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় কর্তৃক নাটোর জেলার সিংড়া উপজেলায় ধুলিয়াডাঙ্গা বাজারে পরিচালনা করেন।
পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত মল্লিকা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ মো: রাকিবুল ইসলাম) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত সামাদ ফার্মেসীকে (স্বত্বাধিকারী: সাব্বির আহমেদ) ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, ও তারেক স্টোরকে (স্বত্বাধিকারী: তারেক) আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নাটোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকশ ব্যাটালিয়ান টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..