শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু।

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ১ মে, ২০২৪

মাত্র শেষ হলো ঈদগাঁও উপজেলার আওতাধীন ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার নির্বাচন। এই নির্বাচন কে ঘিরে সাধারণ মানুষের মাঝে কাজ করছে  নানান উৎসাহ উদ্দীপনা।

ইতিমধ্যে ঈদগাঁওয়ের পাড়ায় মহল্লায় শুরু হয়েছে গুঞ্জন, আলোচনা-সমালোচনা।লোকে মুখে একটাই কথা কে হতে চলেছে ঈদগাঁও এর প্রথম উপজেলা চেয়ারম্যান।

গতকাল ৩০ এপ্রিল (মঙ্গলবার) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু শেষ মুহূর্তে যেনো  নির্বাচনের চিত্রটিই  পাল্টে গেল, শেষ মুহূর্তে চেয়ারম্যান পদ থেকে  প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আলোচনায় থাকা  জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল  ইসলাম এবং ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন। আওয়ামী লীগ নেতা আবু তালেব, শ্রমিক নেতা সেলিম আকবর  এবং প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুল আলম ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও সাড়া নেই কুতুবুদ্দিন এবং নুরুল কবিরের। এদিকে আলোচনায় থাকা ইমরুল  হাসান রাশেদ এর প্রার্থিতা প্রত্যাহারের খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শুরু হয় তোলপাড়।

 শ্রমিক নেতা সেলিম আকবরের যেমন জনপ্রিয়তা রয়েছে সাধারণ জনগনের মাঝে তেমনি প্রবাসী নেতা শামশুরও জনপ্রিয়তা রয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ মনোনয়ন প্রত্যাহারের পরপরই  সামাজিকযোগাযোগ মাধ্যম সহ পাড়া মহল্লায় ব্যাপক আলোচনায় রয়েছেন ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব। জনমত জরিপের ভিত্তিতে বলা যায়  প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তালেব সুবিধাজনক স্থানে থাকলে ও প্রাণপণ লড়ে যাবেন সেলিম আকবর এবং শামসুল আলম শামশু।

উল্লেখ্য ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আজিজুল হক রুবেল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..