ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যে রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো, আবুল হাসেম মজুমদার আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন,বুধবার রাতে ঢাকা সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গিয়ে ২জন বাসযাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং কমপক্ষে ১০জন আহত হয়। নিহত ২জনের মধ্যে ১জনের বাড়ী খুলনা জেলার রূপসা থানা এলাকায়। নিহত ব্যক্তি হলো রুপসা থানা এলাকার আলিমুদ্দিনের ছেলে মিজান। অপরজন এক নারী তার পরিচয় এখনো মেলেনি।