নাটোরের সিংড়া উপজেলায় জায়গা দখল কে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১৫ আগষ্ট সকাল আটটার দিকে উপজেলা ১০ নং চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম এলাকায় এ সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শ্রীমতি খুশি বালা (৭০) স্বামী: মৃত দিগেন্দ্রনাথ গ্রাম: বড়চৌগ্রাম, ইউনিয়ন: ১০ নং চৌগ্রাম ইউপি, উপজেলা: সিংড়া, জেলা: নাটোর। চৌগ্রাম মৌজার ৩ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। বিবাদী আব্দুর রহিম পিতা মৃত: জম্বল খাঁ, রাজু পিতা: আব্দুর রহিম, শাহিন আলী পিতা: নাসির, আঞ্জু বিবি স্বামী: আব্দুর রহিম, রকি পিতা: মজিদ, রাব্বি পিতা: রহিম, রুমা খাতুন পিতা: আব্দুর রহিম, আলমা বিবি স্বামী: রাজু, এদের সকলের বাড়ি সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রামে।
ঘটনার দিন মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে বিবাদীগণ হাতে লাঠি ও কাঠের বাটাম নিয়ে উক্ত জায়গায় প্রবেশ করে শ্রীমতি খুশি বালাকে অকথ্য ভাষায় গালিগালাজের একপর্যায়ে আব্দুর রহিম তাহার হাতে থাকা কাঠের বাতাম দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করিলে তাহার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপরও সঙ্ঘবদ্ধ আক্রমণ চালায় এবং বাড়িঘড় ভাঙচুর সহ তাহার বাড়ি জোরপূর্বক দখল করে তাকে বাড়ি হইতে বের করে দেয় ।
এ ঘটনায় নারী সহ পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
সংঘর্ষের ঘটনায় শ্রীমতি খুশি বালা বাদী হয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।