অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩৫ লাখ টাকা অর্থদণ্ডাদেশ ঘোষণা করেছেন আদালত।
বুধবার (২ আগস্ট) বিকাল ৩টার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন।
এই মামলায় অপরাধ প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। জোবায়দা রহমান অপরাধমূলক কর্মকাণ্ডে তারেক রহমানকে সহযোগিতা করেছেন বলে আখ্যায়িত করা হয়েছে। এই মামলায় ৪২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বসুন্ধরার ১০ কাঠা জমি, দিনকাল পত্রিকায় ইনভেস্টমেন্ট, অতিরিক্তি আড়াই লাখ টাকার শেয়ার, এবি ব্যাংকে যৌথ একাউন্টের টাকা এবং মইনুল রোডের বাড়িতে ডুপ্লেক্স ভবন নির্মানের তথ্য গোপন করেছেন। অথচ সম্পদ বিবরনীতে এগুলো ছিলো না।