দীঘিনালা উপজেলার, মধ্য বোয়ালখালী রশিক নগর যাওয়ার পথে সরকারি হাসপাতালের সামনে একটি ডেইরি ফার্ম রয়েছে, ওই ডেইলি ফার্মের গরুর মলমূত্র রাস্তায় ফেলার কারনে বিপাকে পরছে সাধারণ জনগণ ও পথচারী , ডেইরি ফার্মের মালিককে অনেকবার ওই রাস্তার পথচারীরা বলেন , আপনাদের গরুর মল মূত্র রাস্তায় ফেলবেন না, তার কারণে আমাদের চলাফেরা করতে কষ্ট হয়, ডেইরি ফার্মের মালিক তাদের কারো কথায় পাত্তা বা পরোয়া না করে , দুই এক দিন পর পর,প্লাস্টিকের পাইপ এর মাধ্যমে সরকারি রাস্তায় পচা পানি এবং গরুর মলমূত্র, ফেলে , যার কারণে রাস্তা ভেঙ্গে গর্ত হয়ে পানি ও মল মূত্র জমে থাকে , এর ফলে সাধারণ পথচারীদের চলাফেরা করতে কষ্ট হয়, সাধারণ মানুষ ডেইরি ফার্মের মালিকে এ ব্যাপারে বললে , পথচারীদের এবং এলাকার মানুষকে নাকি হুমকি-ধুমকি দেয়, এলাকার সকল সাধারণ মানুষ এই ব্যাপার নিয়ে খুুব ক্ষুব্ধ, এলাকার সাধারণ মানুষ এর একটি কঠিন বিচার চায় , এবং প্রশাসনকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন, সাংবাদিকদের মাধ্যমে,