কক্সবাজারের চকরিয়া উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সকল সদস্যদের রোপণ করা বাগানের গাছ বড় হওয়ার আগেই সন্ত্রাসীরা চুরি করে কেটে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে ৩০ এপ্রিল বিকাল ৩ টায় উচিতারবিল বাগান এলাকায় সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যরা ।
সংবাদ সম্মেলনে তারা বলেন , উচিতারবিল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ রেজি: নং ২২ ৬১ , বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৫০০ জন । দীর্ঘ ২০ থেকে ২৫ বছর কাল পর্যন্ত নিঃস্ব, অসহায়, মুক্তিযোদ্ধা, সম্বলহীন, দরিদ্র, ভিক্ষুক সহ জনগোষ্ঠীর এই সংগঠন ।
সকল সদস্যরা উচিতারবিল নেড়া পাহাড় ও সমতল এলাকায় ৬৯৮.৪৮ একর জমিতে বিভিন্ন প্রজাতির গাছের বাগান সৃজন করে বসবাস করে আসছেন । ঐ জমিগুলো দীর্ঘ বৎসর আগে বনবিভাগ দাবি করেছিল এরপর জমিগুলো কাগজপত্র দেখে জানতে পারে যে ১ নং খতিয়ানের জমি হয়। পরে সরকারদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় উল্লেখিত জমিগুলো বরাদ্দ পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে সরকারের বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করে । এবং ভূমি কর্মকর্তাদের
প্রতিবেদনও সমিতির পক্ষে রয়েছে । বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রকার গাছপালা রোপন করে বসতি করে আসছেন সমিতির সদস্যরা ।
সদস্যদের দখলীয় জমিতে রুপন করা লক্ষ লক্ষ গাছের চারা একটু বড় হলেই সন্ত্রাসী ও চোরের দল কেটে অন্যত্রে বিক্রি করে দিচ্ছেন । ওই জমি গুলো বরাদ্দ পাওয়া এবং চোরের দলের হাত থেকে রাহে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কামনা করেছেন সমতির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দু রশিদ সহ সকল সদস্যরা।
এই ক্যাটাগরীর আরো খবর..