প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে এসব বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ৪- আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন,ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাইজিদ ইসলাম, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান শিমুল সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। পরে রাঙ্গাবালী উপজেলার নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ।