বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন , ই-পেপার

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে স্কুল পর্যায়ের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে স্কুল পর্যায়ের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অত্র রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা ভাইসচেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ (বুলু)।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার নুরেআলম সিদ্দিকী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন (মুকুল), খুলনা রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..