শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

হাতিয়ায় ইউপি নির্বাচনে নৌকার জয় :

ছায়েদ আহমেদ, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি।
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নদী উপকূলের হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

উপজেলা রিটার্নিং অফিসারের বার্তা প্রেরণ শিটের তথ্য অনুযায়ী ১নং হরনী ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: আকতার হোসেন নৌকা প্রতীকে ৭০৭২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ১৬৩৫।

এদিকে ২নং চানন্দী ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার উদ্দিন নৌকা প্রতীকে ৭৮১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( ঢোল প্রতীক) প্রার্থী মোঃ আমিরুল ইসলাম পেয়েছেন ১২৯০ ভোট।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস তথা রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের বার্তা প্রেরণ শিটে নৌকার প্রার্থীদ্বয়ের জয়ের খবর প্রকাশ করে।

এর আগে দুপুর ১২টায় হরনী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয়। এতে নৌকার প্রার্থী আকতার হোসেনের বিজয়ের পথ সুগম হয়ে যায়। অপরদিকে চানন্দী ইউনিয়নেও নৌকার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীম নিজের অবস্থান বুঝতে পেরে দুপুরেই ভোট স্থগিত করার দাবী জানান।
এদিকে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। ভোটারগন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, নির্বাচনী কেন্দ্রে পুলিশ, বিজিবি, র‌্যাব, গোয়েন্দা শাখা ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছে । কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুনির্দিষ্ট ভাবে কেউ কোনো অভিযোগও করেনি।

উল্লেখ্য, ২৫ এপ্রিল নির্বাচন কমিশন হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়ন সহ সারা দেশে ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ১৭ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ইউনিয়ন দু’টির নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলার এ দু’টি ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর পর এবারই প্রথম ইভিএমের মাধ্যেমে ভোটগ্রহণ হয়। ২৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৮৭১৪, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৩।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..