নোয়াখালী জেলার, সুবর্ণচর উপজেলার ২নংচরবাটা ইউনিয়নে বিগত কয়েক বছর যাবত গ্রীষ্মকালে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দেয়।এই বছর কোন টিউবওয়েল পানি পাওয়া যাচ্ছেনা পানির অভাবে বিভিন্ন রোগবালাই সহ অতিষ্ঠ জনগণ।
কিছুদিন আগে পানির জন্য মানববন্ধন করেন সুবর্ণচরে জনগন,তারি প্রেক্ষীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ খাবার পানি বিতরণ করেন।
স্থানঃ সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ আশ্রয়ন প্রকল্প সেলিম বাজার।
সার্বিক সহযোগিতায় সহযোগীতা করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন, ২নং চরবাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মোঃ আইউব আলী (সওদাগর)
তিনি এই সময় বলেন, আমাদের এখানে আশ্রয়ন প্রকল্পে ১৪৪০ পরিবার আছেন, এই আশ্রয়ন প্রকল্পে নলকূপ সর্বোচ্চ ৩,৪টা আছে। তা-ও বিগত কয়েক বছর যাবত শুকনো মৌসুম পানি সংকট দেখা দেয় এই এলাকায়।
তাই সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা যদি প্রতিদিন একটি করে গাড়ি পানি দেয়, তাহলে এই আশ্রয়ন প্রকল্পের মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এবং যদি এই আশ্রয়ন প্রকল্পে কিছু নলকূপের ব্যবস্থা করে স্থায়ীভাবে সমাধান করলে এই আশ্রয়ন প্রকল্পের মানুষ উপকৃত হবেন।