সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে ব্যতিক্রমী সব উদ্যোগ গ্রহণ করে সব সময় কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে। আজ ৫ জুন রবিবার কচিকাঁচা শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল লিচু আম সহ নানা রকম ফল খাওয়ায় আনন্দের
মাঝে শিক্ষাক শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন। এ সময় শিক্ষক সহ বিদ্যালয়ের ষ্টাফ ও শিক্ষার্থীরা ফল খাওয়া উৎসবকে দারুণরকম উপভোগ করেছেন। সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর প্রতিষ্টতা হেড টিচার রফিকুল হাসান জানান,বিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থী আর কর্মকর্তা ও কর্মচারী আমার প্রাণ। সকলের মাঝে আমি বেঁচে থাকতে চাই এ ভাবে আনন্দ আর মানুষ গড়ার নার্সারির উদ্যোক্তা হয়ে। ফল উৎসব পালনে অভিভাবক বীর মুক্তিযোদ্ধার সন্তান তৈয়েবুর রহমান বাবু জানিয়েছেন,সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অতুলনীয়। বিদ্যালয়টিতে প্রিয় কলিজার সন্তানকে শিখতে দিয়ে নিশ্চিতে কাজ করতে পারি। সেখানকার নিয়মনীতি আর শৃঙ্খলা সত্যই প্রশংসনীয়।