শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

খাগড়াছড়ি রামগড়ে আউট -অব স্কুল চিলড্রেন এর পাঠদান শুরু নিয়োগ প্রাপ্ত শিক্ষক এর মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণ,

জহিরুল ইসলাম,রামগড় প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব‍্যুরো আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি প্রোগ্রাম এর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে প্রাথমিক শিক্ষা পাঠদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায় কেন্দ্র- ভিত্তিক আউট -অব- স্কুল- চিলড্রেন কর্মসূচি প্রোগ্রামিং এ ৩৭জন শিক্ষক নিয়োগের মাধ্যমে কেন্দ্র স্থার্পন করা হয়েছে,এবং প্রতিটা কেন্দ্রের জন্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক এর মাধ্যমে কেন্দ্রের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ৩১ মে ২০২২ ইং (মঙ্গলবার) সকাল ১২ঘটিকার সময় রামগড় পৌরসভার ১নং ওয়ার্ড ত্রিপুরা কল‍্যাণ সংসদ এর ২য় তলা আউট অব স্কুল চিলড্রেন রামগড় উপজেলা অফিসে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি “র উপজেলা প্রোগ্রাম অফিসার মলেন্দ্র লাল ত্রিপুরা,এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার,সুমিত রায় চাকমা,জুয়েল চাকমা প্রমুখ।
রামগড় উপজেলা আউট অব স্কুল চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার মলেন্দ্র লাল ত্রিপুরা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব‍্যুরো সহযোগিতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পাঠদান কার্যক্রম বাস্তবায়নে কাজ করাই আমাদের লক্ষ্য, আগামীকাল বুধবার (১জুন ২০২২)থেকেই উপজেলার প্রতিটা কেন্দ্রে শিক্ষা পাঠদান কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি।

উল্লেখ মালামাল এর মধ্যে বই,খাতা,পেন্সিল প্লাস্টিক টুল ১টি,প্লাস্টিক চেয়ার ১টি,পানির জগ ১টি,গ্লাস ১টি,মাদুর ৪পিস

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..