রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন , ই-পেপার

আনিতা বাস ও মটর সাইকেল সংঘর্ষে যুবক নিহত।

জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

নীলফামারী ডিমলা উপজেলার সরদারহাট নামক এলাকায় বাস ও মটর সাইকেল সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছে। সাথী আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত।

নিহত যুবক সোহাগ হোসেন (২৭) ডিমলা উপজেলার কুমারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ডিমলা সরদার হাট এলাকায় ঢাকাগামী আনিতা এন্টারপ্রাইজ ও মটর সাইকেলের সঙ্গে মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সোহাগ ঘটনাস্থলে মারা যায় ও সাথী আক্তারকে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেলে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, চালক ও হেলপার দুজনেই পালাতক। গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..