মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

লোহাগড়ায় ম্যানেজিং কমিটির নিবার্চন অনুষ্ঠিত

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নড়াইলর লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯জন পুরুষ ও ২ জন মহিলাসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করে ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
গত রোববার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া।
স্কুল সুত্রে জানা গেছে, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এ বিদ্যালযের অভিভাবক ভোটারের সংখ্যা মোট ১১৫৩ জন। এ নিবার্চনে মোট ৭৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।নির্বাচনের ভোট গ্রহন শেষে গননার পর বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
বিজয়ীরা হলেন এস এম খায়রুল ইসলাম ভোট পেয়েছেন ৩২৯, মো. গোলাম কিবরিয়া ভোট পেয়েছেন ৩১২, মো. মশিয়ার রহমান ভোট পেয়েছেন ৩০৪, শেখ মোস্তফা কামাল ভোট পেয়েছেন ২৫৯, এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসি ৪৩৯ ভোট পেয়ে।
আর পরাজিত প্রার্থীরা হলেন মো: জিল্লুর রহমান ভোট পেযেছেন ২৫৬, মোল্যা মহব্বত হোসেন ভোট পেযেছেন ২৫৩, শেখ মো. ইকবাল হাসান ভোট পেয়েছেন ২৫১, সাইফুল ইসলাম ভোট পেয়েছেন ১৭৩, মো: আকতার হোসেন ভোট পেয়েছেন ১১৫ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা. সাদিয়া আফরিন পেয়েছেন ২৪২ ভোট। এ নির্বাচনে আইনশৃখলা রক্ষার্থে লোহাগড়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..