বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি আনিচ সম্পাদক মাহিন নরসিংদীর পাঁচদোনা টু ডাংগা রোডে পুলিশের পোশাক পরে দস্যুতা গ্রেপ্তার ৩ । বাংলা কলেজের সংঘর্ষ কাভার করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাব্বির। মদনে যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ১৩ রেলস্টেশনের মধ্যে ৪টিই বন্ধ জুলাই যুদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির খোকসা মাঠপাড়ার আলোকিত কান্ডের প্রধান আসামি রাহুল অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। জুলাই সনদের অঙ্গীকারনামায় যা যা আছে মূলত দুর্ঘটনার কারণেই সুব্রত চন্দ্র দাস নিহত হন মর্মে পুলিশের প্রেস রিলিজ। একজন গ্রেফতার। খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ ভোগান্তি ট্রেনের যাত্রী

লোহাগড়ায় পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার নির্মাণাধীন ভবনের নিচতলার থেকে।

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

লোহাগড়ায় একজন পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচতলার মেঝে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বাবু শিকদার (৩৫) উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের আজিবর শিকদারের ছেলে। সে বিবাহিত এবং তার দু’সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০/১২ দিন পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচতলার মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বুধবার রাতেই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এদিকে বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন বলেন, নিহত ব্যক্তি পঙ্গু, বেশ কয়েক বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় তার একটি পা হারায়। সে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে গলায় একটি দাগ রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যূর প্রকৃত কারন জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..