সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ধ’র্ষণ মামলার আসামি নরসিংদীতে আটক মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার

লোহাগড়ায় পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার নির্মাণাধীন ভবনের নিচতলার থেকে।

স্টাফ রিপোর্টার নড়াইলঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

লোহাগড়ায় একজন পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৩ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচতলার মেঝে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বাবু শিকদার (৩৫) উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের আজিবর শিকদারের ছেলে। সে বিবাহিত এবং তার দু’সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০/১২ দিন পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচতলার মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বুধবার রাতেই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এদিকে বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন বলেন, নিহত ব্যক্তি পঙ্গু, বেশ কয়েক বছর পূর্বে সড়ক দূর্ঘটনায় তার একটি পা হারায়। সে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে গলায় একটি দাগ রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যূর প্রকৃত কারন জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..