নড়াইলের লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ছামিত নামে দুই বছরের এক শিশুর মৃতু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছামিত কামঠানা গ্রামের মোঃ রব্বানী শেখের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির মা দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু ছামিত বাড়ির উঠানে খেলা করছিলো। মা কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে ছামিতকে ভাসতে দেখেন। তখন মৃতবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনরা। এ ঘটনায় কোন অপমৃত্যু মামলা হয়নি বলে জানা গেছে।