নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামে ৮ বছরের শিশু ধর্ষক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রউফ মোল্ল্যার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল আদালত সড়কে কালিয়াবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডঃ কাজী বশিরুল হক, এলাকাবাসীর পক্ষে মাঈনউদ্দীন,রুপালি বেগম, মানবাধিকার কর্মী সাথী তালুকদার, গ্রীন ভয়েস নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান প্রমুখ। মানব বন্ধনে বক্তারা জানান, জোকা গ্রামের ৮ বছরের শিশুকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ঐ শিক্ষক। এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। প্রভাবশালী হওয়ায় টাকার বিনিময়ে মিমাংসা করেছে বলেও অভিযোগ করেন বক্তারা। ধর্ষনকারী রউফ মোল্ল্যার ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে মানববন্ধনে অংশগ্রহনকারীরা। উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামের ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্ল্যা (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে গত ২৪ আগষ্ট রাতে কালিয়া থানায় মামলা করেন। ঐ বৃদ্ধকে পুলিশ আটক করেছে। পরে ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রউফ মোল্ল্যা সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা।