লোহাগড়ার সিনিয়র সাংবাদিক মন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সিনিয়র সাংবাদিক মাহফুজুল ইসলাম মন্নু গত ১৩ আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাহফুজুল ইসলাম মন্নু নড়াইল বার্তা, দৈনিক ভোরের পাতা এবং
দৈনিক স্পন্দন পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুল ইসলাম মন্নু ১৩ আগস্ট রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করলে প্রথমে তাকে লোহাগড়া ডক্টরেট হসপিটালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য যে, মাহফুজুল ইসলাম মন্নু গত ২০০৮ এবং ২০১২ সালেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি ও তার পরিবার দেশের সকল সাংবাদিক, এলাকাবাসিসহ দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।