মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফেলানী হত্যাকাণ্ডের বিচার চেয়ে ছাত্রশিবিরের বিবৃতি ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ সব আসামি খালাস এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী বিতর্ক: কী বললেন প্রার্থীরা? চট্টগ্রাম আনোয়ারায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সিইউএফএল এর শ্রমিক গ্রেপ্তার। শেষপর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন কুচক্রী মহলকে অপপ্রচার বন্ধে “গ্রীন ভয়েস” এর নিন্দা ও প্রতিবাদ  ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুজনকে জামিন তাবলীগের সং’ঘ’র্ষ: বিচার বিভাগীয় তদন্তসহ ৯ দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মারা গেলেন রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র সীমান্তে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

চট্টগ্রাম আনোয়ারায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সিইউএফএল এর শ্রমিক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সিইউএফএল কারখানার মো. রিমন হোসেন (২৮) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বারশত ইউনিয়নের সিইউএফএল হাউজিং কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রিমন হোসেন সিইউএফএল সার কারখানার অ্যামোনিয়া শাখায় কর্মরত বলে জানা যায়। সে নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ খরিবাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় ভিকটিম তরুণী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা ওই সার কারখানায় কর্মরত, ভিকটিম পরিবারের সাথে কারখানার হাউজিং কলোনীতে বসবাস করে। একই কলোনীতে রিমন হোসেনও চাকরীর সুবাধে বসবাস করে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে রিমন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত রোববার বেলা ১১টার দিকে ভিকটিমকে রিমনের বাসায় ঢেকে নিয়ে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম এতে রাজি হয়। একপর্যায়ে রিমন ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করি। ভিকটিমকে উদ্ধার করে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিমনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..