রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

বেস্ট সেলিংয়ে শীর্ষে তমা রশিদের ‘কর্পোরেট হিরো’

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ফ্রিল্যান্সার হিসেবে অল্প সময়েই তরুণ-তরুণীদের কাছে প্রিয় হয়ে উঠেছেন তমা রশিদ। তিনি একাধারে মডেল, উপস্থাপিকা, ভয়েস আর্টিস্ট ও লেখিকা। বহু গুণে গুণান্বিত এই তরুণী নিএর প্রথম বই নিয়ে হাজির হয়েছেন সম্প্রতি। এবারের অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম বই ‘কর্পোরেট হিরো’।

বইটি সম্পর্কে এই লেখিকা জানান, এটি আত্ম সহযোগিতামূলক একটি বই। আমার সমবয়সী যারা অর্থাৎ তরুণ-তরুণীদের ক্যারিয়ার নিয়ে সচেতনা বৃদ্ধিতে উপকারে আসবে বইটি।পুরোটাই মার্কেটিংয়ের বিষয়ের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের উপর লিখা।

তমা রশিদ বলেন, এটি আমার প্রথম বই। নিজের পড়াশোনা এবং অন্যান্য কাজের পাশাপাশি বই পড়তে এবং লিখতে বেশ পছন্দ করি আমি। সেই আগ্রহের জায়গা থেকেই বইটি লিখা। এটা তরুণ-তরুণীদের জন্য বেশ কাজে দিবে।

বইমেলার ২৭ নং প্যাভিলিয়নের অন্বেষা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে তমা রশিদের এই বইটি। এছাড়াও অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বইগুলোর মধ্যে বেস্ট সেলিংয়ে শীর্ষে রয়েছে ‘কর্পোরেট হিরো’।

প্রসঙ্গত, তমা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কাজ করছেন রেডিও জকি হিসেবে। এছাড়াও বিভিন্ন প্রমোশনাল কাজে ভয়েস আর্টিস্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি একটি বেসরকারি টিভির সংবাদ উপস্থাপিকাও। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও দেখা গিয়েছে তাকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..