ভোলার পূর্ব ইলিশিা ইউনিয়নের লঞ্চঘাট থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর দিকনির্দেশনায় সন্দেহজনক ভাবে একজন কে জিজ্ঞেসে বাত করা হয়। ৭ জুন শুক্রবার লক্ষ্মীপুর জেলা হইতে আগত জৈনিক শাহজাহান বয়স (৪৬) পিতা মো. আলী হোসেন গ্রাম জিন্নানগর ফকির বাড়ি থানা চফ্যাশন জেলা ভোলাকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করিলে সে এক পর্যায়ে অস্বীকার করে তাহার পেটের বিতর ইয়াবা ট্যাবলেট আছে। তখন আটক ব্যক্তিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোলা সদর হাসপাতালের কর্মরত ডাক্তার আটক ব্যক্তির এক্সে ও আল্ট্রাসনোগ্রাম ও পরীক্ষা নিরীক্ষা পূর্বক পেটে থেকে ইয়াবা অস্তিত্ব পেয়ে ঔষধ সেবন করান। পরবর্তীতে তাহার পায়ু পথ হইতে ২০টি পটলা সাদা কনডম প্যাকেটের মধ্যে স্বচটেপ দাড়া মোড়ানো ২০টি পোটলা প্রতিটি পোটলার মধ্যে ৫০ পিস করে মোট ২০ পোটলার মধ্যে ১০০০ পিস হালকা কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ৩ঃ৩০ মিনিটের সময় জব্দ করা হয় তাহার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়াল করা হয়েছে।