বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন গ্রেপ্তার নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাগেরহাটে গভীর রাতে আগুনে লেগে ৬টি দোকান পুড়ে ছাই।,

আবু বকার সিদ্দীক হিরা।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে সিএন্ডবি বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রায় অর্ধ-কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বাজার পাহারাদার কমিটির কমান্ডার আলামিন জানান, আব্দুর রহমানের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানে টিনের ছাউনি থাকাই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে এবং আশেপাশের দোকানগুলো পুড়ে গেছে।
স্থানীয় খান জাহিদ বলেন, গভীর রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দীর্ঘ চেষ্টার ফলে আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতি কোন অংশে কম হয়নি। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মুসা সরদার বলেন, আগুন লেগে আমাদের ৬-৭ টি দোকান একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের যে ক্ষতি হয়েছে, এ ক্ষতিপুষিয়ে ওঠার মত নয়।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লেগে বাজারের ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। জুতার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সময় সিএনবি বাজারের আশেপাশের লোক অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..