চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ে জমির বিরুদ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে, এতে উভয় পাক্ষে ১০/১২ জন আহত হয়েছে। ১৬,৪,২৪ইংরেজি সোমবার সন্ধ্যা ৭টার সময় নিজ বাড়ীতে কথা কাটাকটির জের ধরে এ ঘটনা ঘটে বলে জানান ঘটনার প্রত্যক্ষ দর্শী লোকজন,আহতরা সবাই আপন চাছতো জেটতো ভাই। এক পক্ষের আহতরা হলেন,করিম বকসু( ৫০) পিতা ইউসুফ আলী রহিম বকসু (৪৬) রহিমা বেগম (৩৫)স্বামী করিম বকসু,হাফেজ দিদার পিতা করিম বকসু,মোঃ ইসমাইল পিতা করিম বকসু।অপর পক্ষের আহত মোহচেনা বেগম( ৩৮)স্বামী বদি আহমদ,সাইফুল পিতা আবদুল মতিন,মোঃ মিয়া আবদুল মতিন,জাহাঙ্গীর পিতা আবদুল মতিন,হাছিনা বেগম স্বামী আবদুল মতিন, ঘটানার বিষয়ে জানতে চাইলে আহত করিম বকসুর ভাই প্রভাসি মোস্তাক আহমদ বলেন,আমাদের বাড়ীতে ঈদ উপলক্ষে মেহমান আসছে আমরা মেহমান নিয়ে ব্যস্ত সেই সময় অপর পক্ষ বদি আহমদ গালাগালি করে আমাদের টিনে দেশীয় অস্ত্র দা দিয়ে কোপ দিয়ে আঘাত করলে আমার বড় ভাই করিম বকসু বাধা দিতে গেলে কথা কাটাকটির একপর্যায়ে আমার ভাইকে মারধর শুরু করে তার চিৎকার শুনে আমার ভাবী ভাই ভাতিজা তাকে উদ্দার করতে গেলে তাদেরও দা লাটি দিয়ে মেরে গুরুতর আহত করে,পূর্বে থেকে আমার হাত ভাঙা তাই আমি নিরুপায় হয়ে বাড়ীর মানুষকে ডাকাডাকি করছি এদের বাছানোর জন্য। এরপর বাড়ীর লোকজন এসে আমার ভাই ভাবি ভাতিজাদের উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কম্প্লেকে নিয়ে যায়,এখন স্হানীয় দক্ষিণ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক হামিদ হোছেন ঘটনা মিমাংশা করে দিবে বলছে যদি মিমাংশা হয় আলহামদুলিল্লাহ আমরা সমাধা চাই নাহলে আমরা মামলা করবো।আবদুল মতিনকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি