শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

খুলনা সিটিতে যেন কিছুতেই কমছে না কিশোর গ্যাং আধিপত্য , অবৈধ দেশিয় অস্ত্রের ঝনঝনা নিতে উত্তাল আজ গোটা শহর

আবু বকার সিদ্দীক হিরা।
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
খুলনা নগরির দৌলতপুর থানায় কিশোর গ্যাং কর্তৃক সংঘটিত চাপাতি দ্বারা গুরুতর জখমের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীসহ ১০ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার। উক্ত আসামিদেরকে   বিজ্ঞ আদালতে প্রেরণ ০২ জনের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানঃ
গত ২৫ মার্চ ২০২৪ খ্রি. রাত ০৯:৪৫ ঘটিকায় কেএমপি’র দৌলতপুর থানাধীন মহেশ্বেরপাশা দিঘীর পশ্চিম পাড়স্থ “জাতীয় তরুণ সংঘ” মাঠে কতিপয় কিশোর গ্যাং এর সসদ্যদের মধ্যে সংঘবদ্ধভাবে প্রকাশ্যে এলাকায় সিনিয়র ও জুনিয়রের ক্ষমতার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে মারামারির সুত্রপাত হয়।
এই মারামারির ঘটনায় হুজাইফা খান (১৭) নামক একজন কিশোর চাপাতির আঘাতে রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কেএমপি’র  কয়েকটি চৌকস টিম সমন্বিত অভিযান পরিচালনা করে আড়ংঘাটা থানা এলাকা থেকে অত্র মামলার মূলহোতা ও এজাহারনামীয় কিশোর অপরাধী ১) মোঃ রিপন হাওলাদার (১৭) কে অদ্য ২৬ মার্চ ২০২৪ খ্রি. গ্রেফতার করে।
অত:পর ঘটনার মূলহোতার দেখান মতে ঘটনায় ব্যবহৃত চাপাতি দৌলতপুর থানাধীন পশ্চিম বণিকপাড়া, মহেশ্বরপাশায় অবস্থিত “ইডাস” বিল্ডিং এর ২য় তলার ছাদে অবস্থিত কবুতরের খুপড়ি ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
 এরই ধারাবাহিকতায় ২৭মার্চ ২০২৪ খ্রি. সকালে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান থেকে এজাহারনামীয় ও সন্দিগ্ধ কিশোর অপরাধী
 ২) মোঃ নাইম মোল্যা (১৫), পিতা-মোঃ বাবুল মোল্যা, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়; , থানা-দৌলতপুর;
 ৩) মোঃ রাতুল (১৫), পিতা-শুকুর আলী, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর;
 ৪) মোঃ তানভির হাসান অভি (১৭), পিতা-জসিম উদ্দিন, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়; , থানা-দৌলতপুর;
 ৫) মোঃ রাফিকুল ইসলাম @ রাফি (১৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ফুলবাড়িগেট আদর্শপাড়া, থানা-খানজাহান আলী;
 ৬) মোঃ রায়হান রহমান রিয়ন (১৭), পিতা-মোঃ জাহিদ, সাং-মহেশ্বরপাশা মুন্সিপাড়া, থানা-দৌলতপুর;
৭) মোঃ জাবির শেখ (১৭), পিতা-মোঃ মিন্টু শেখ, সাং-মহেশ্বরপাশা বনিকপাড়া, থানা-দৌলতপুর;
 ৮। মোঃ সাগর (১৮), পিতা-ডালিম হাওলাদার, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর;
৯) কাজী নাহিদ হাসান (২২), পিতা-মোঃ শাহাবুদ্দিন, সাং-পশ্চিম সেনপাড়া তিন রাস্তার মোড়, থানা-দৌলতপুর এবং
১০) সরদার মিনহাজুর রহমান (২৮), পিতা-মৃত: মাকসুদুর রহমান, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর, জেলা-খুলনা’গণকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত কিশোর অপরাধীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করায় কিশোর অপরাধী রিপন হাওলাদার (১৭) ও তানভীর হাসান অভি (১৭)’দ্বয় ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করলে প্রত্যেকে ঘটনার সাথে নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
ঘটনাস্থানের একজন প্রত্যক্ষদর্শী এর সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান  যে,এই  কিশোর গ্যাং এর উৎপাতের ফলে এলাকার প্রতিটা শান্তি প্রিয় মানুষ খুব অতিষ্ঠ,
এ ধরনের কিশোর গ্যাং আধিপত্য শুধুমাত্র খুলনা মেট্রোপলিটন এলাকার দৌলতপুর থানার এলাকা মধ্যে বিরাজমান নয়, এ ধরনের কিশোর গ্যাং এর আধিপত্য রয়েছে খুলনার প্রতিটি প্রতিটি মোড়ে, অলিতে গলিতে প্রতিটি এলাকায়। এ ধরনের কিশোর গ্যাং এর উৎপাতের ফলে অতিষ্ঠ আজ খুলনার মানুষ ।  প্রতিনিয়তই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে খুলনার বিভিন্ন এলাকার কিশোর গেংদের কথা ও তাদের তান্ডবের কথা,
এতেই বোঝা যায় যে এখনই যদি তাদের থামানো না যায় তাহলে খুলনা অশান্ত নগরীতে পরিণত হতে আর বেশি দেরি নাই,
কেনই বা এভাবে প্রতিনিয়ত ব্যাঙের ছাতার মত বেড়ে উঠছে এসব কিশোর গেং, রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির কারণে ও এলাকায় নিজেদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার কারণে  অনেকেই  ব্যবহার করছে এসব কিশোর গ্যাং  সদস্যদের,
অভিভাবকদের সচেতনতা ও প্রশাসনের কঠোর পদক্ষেপ ই পারে এসব কিশোর গ্যাং কে রুখে দিতে,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..