আসন্ন ২৮ এপ্রিল কক্সবাজারের ঈদগাঁওয়ের ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৮৪ জন প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। ঈদগাঁও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭২ জন, সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৬৪ জন।
উল্লেখ্য মোট জমাকৃত মনোনয়নের মধ্যে ঈদগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ১০ জন।
জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৭ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন।পোকখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫৬ জন।
ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১৯ জন, সাধারণ সদস্য পদে ৫৮ জন।
ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮ জন, সংরক্ষিত নারী আসনে মোট ১১ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন।