মাহে রমজান উপলক্ষে চকরিয়া পৌর শহরে মাছ-মাংসসহ সব ধরণের নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণ ও মনিটরিং কমিটির উপস্থিতিতে অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার ( ১২ মার্চ) দুপুরে নামাজের পর পর এ অভিযান পরিচালক করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কারচুপি করায় জড়িতদের বিরুদ্ধে ৫ টি মামলায় ২০ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়েছে ।
একই সঙ্গে মাছ মাংসসহ সব ধরণের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের নির্দেশ দেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি অফিসার, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস চকরিয়া, উপজেলা সিপিপি কর্মকর্তা, চকরিয়া থানার প্রতিনিধি, বিএসটিআই প্রতিনিধি ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর, প্রমূখ.
অতিরিক্ত মূল্য নেয়া এবং ওজনে কম দেয়া হলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বিষয়টি তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে। পুরো রমজান জুড়ে বাজার মনিটরিংয়ে আদালতের অভিযান চলবে বলে জানায় ।