রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের বিচার চান রিজভী লোহাগড়ায় তিলক্ষেত থেকে প’চা-গ’লা অবস্থায় মহিলার লা’শ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ক্যাডার বৈষম্য নিরসনে আবারো কর্মবিরতিতে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ

মোঃ মুসফিকুর রহমান, সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষকরা টানা ০৩ দিনের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন। পদোন্নতি ও বৈষম্য নিরসনসহ নানা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই কর্মসূচি ঘোষণা করেন। গত ০৯/১০/২০২৩ইং রোজঃ সোমবার দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে টানা ০৩ দিনের কর্মবিরতির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী সরকারি সা’দত কলেজে চলছে বিসিএস শিক্ষকদের কর্মবিরতি। এ সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, যা চলবে ১২/১০/২০২৩ ইং রোজঃ বৃহস্পতিবার পর্যন্ত।

গত ০২/১০/২০২৩ ইং, রোজঃ সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্দেশ মোতাবেক সরকারি সা’দত কলেজের বিসিএস সাধারণ শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করেন এবং ১০ অক্টোবর ২০২৩ ইং এর আগে তাদের দাবির কোন সুরাহা না করলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষণা অনুযায়ী ১০, ১১, ১২ অক্টোবর টানা ০৩ দিন আবারো সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। দাবি আদায় না হওয়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঘোষণা অনুযায়ী উক্ত ০৩ দিন সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন।
এর ফলে স্থগিত করা হয়েছে সকল প্রকার শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা। এমনকি এ কর্মবিরতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০৩ দিনে পূর্বনির্ধারিত সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..