মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া মাদক সম্রাট রুবায়েত  ১০০ পিচ ইয়াবা সহ, গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের মাদক ব্যবসায়ী  মোঃ রুবায়েদ হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবায়েদ হোসেন লাহুড়িয়া তৈলক্ষণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মোল্যা ছেলে।অনুসন্ধানে জানা যায়  লাহুড়িয়ার আশপাশের অনেক দিন ধরে মাদক ব্যবসা করে আসছেন, মাদক সেবনসহ বিক্রি করা তার নেশা, জোয়ার আসর বসিয়ে মাদক বিক্রি করে থাকেন। অদ্য ৩০ সেপ্টেম্বর বিকালে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তৈলক্ষণপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই অপু মিত্র, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। আশা করি মাদক এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..