বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নে নরসিংদী জেলার শ্রেষ্ঠ এস আই ( নি:) ইউসুফ আহম্মেদ। মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার

পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন

এম জালাল উদ্দীন। পাইকগাছা। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

খুলনার পাইকগাছায় নিত্যপ্রয়োজনীয় পন্য’সহ কৃষি পণ্য সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কপিলমুনি বাজার মনিটরিং করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় কপিলমুনির সদর বাজারের সকল ব্যবসায়ীকে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে আলু,পেয়াজ ও ডিম’সহ নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়-বিক্রয় করার প্রতি উদ্বুদ্ধ ও মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।

পাশাপাশি মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারের তিন মুরগী ব্যবসায়ীর এক জনকে তিন হাজার ও দুই জনকে দুই হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও এক জনকে সরকারি কাজে বাঁধা প্রদানের অপরাধে সাত দিন জেল ও দুইশত টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের এ অফিসার।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কপিলমুনি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়ার্দার, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার ইব্রাহিম হোসেন, অফিস সহকারী সুমন ঘোষ, নাদিম’সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলনে, সরকারি নির্ধারিত মূল্য পন্য বিক্রয়ের প্রতি জোর তাগিদ ও প্রতিটা দোকানে মূল্য তালিকা বাধ্যতামুলকভাবে টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..