নড়াইলের লোহাগড়া উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে,
শুক্রবার (১ আগস্ট) সন্ধায় লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে মরদেহ উদ্ধারের পরে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।
উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর ক্রাইম সিন টিমের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তকরণ সম্ভব হয়।
পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মো. লিটন হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের মোঃ মুজিবর রহমান ঢালির ছেলে।
লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।