চট্টগ্রাম আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিইউএফ স্কুল এন্ড কলেজে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিইউএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আকতার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহনাজ পারভীন, সভানেত্রী,মহিলা ক্লাব,সিইউএফএল। মোঃমঈনুল হক,মহাব্যবস্থাপক(প্রশাসন),সিইউএফএল।আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ডঃ শ্যামল কান্তি দত্ত।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগীতার বিজয়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সিইউএফ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ.আকতার হোসেন।