সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন – মাশরাফী কুকুরের দল তাকে একা পেয়ে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে বাগেরহাটের শরণখোলায় গলায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীরির আত্মহত্যা সিংড়ায় ভোক্তা-অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠান কে জরিমানা  সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১   বাগেরহাটের রামপালে লায়ন ড.শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন ৫০০ রোগী বাছাই লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী কে এম ফয়জুল হক রোমের নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ  নড়াইলে চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যান এর পেছনে ট্রাকের ধাক্কায় নি*হত ১ জোবিঅ সোনারগাঁও এর উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান ।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে সরিষাবাড়ীতে মানববন্ধন

মোঃ সুজল উদ্দিন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।

গতকাল বুধবার (৫ জুলাই) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু,নির্বাহী সদস্য কামরুল ইসলাম,সদস্য লুৎফর রহমান,মোস্তাফিজুর রহমান সরিষাবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুজল উদ্দিন সংগ্রাম প্রতিদিন সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়ে সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় মানবজমিন বকশীগঞ্জ প্রতিনিধি, ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা ও বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকম এর জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের ওপর নৃশংসভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রাব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে তিনটার দিকে মারা যান তিনি।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..