বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

কক্সবাজার কর্তৃক মাদকসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার।

কক্সবাজারের প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

কক্সবাজার কর্তৃক মাদকসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার।

পুলিশ সুপার, কক্সবাজার জেলা জনাব মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),কক্সবাজার জনাব আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কক্সবাজার এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাত ২০:৩৫ ঘটিকায় উখিয়া থানাধীন বালুখালী বাজারে অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার পলাতক আসামী মোঃ আলমগীর আলম প্রঃ মোঃ আলমগীর(৩২), পিতা-মোঃ নুর আহম্মদ, মাতা-হালিমা খাতুন, স্থায়ী সাং-সোনা মিয়া কন্ট্রাক্টরের বাড়ী, ওমর আলী রোড, পূর্ব ষোল শহর (পার্ট ১ এন্ড ডাকঘর: চান্দগাঁও-৪২১২, চাঁদগাঁও, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ঃ বালুখালী, বানুর বাপের খিল, ২নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী উখিয়া থানার মামলা নং-৭০/৭০, তাং-১৬/০১/২০২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় অপরাধ করিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। অনুসন্ধানে আরো জানা যায় ধৃত আসামী একজন পুরাতন রোহিঙ্গা শরনার্থী। বর্ণিত আসামী কৌশলে চট্টগ্রামের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হয়। এছাড়াও বর্ণিত আসামীর পরিবারের লোকজন ও বিভিন্ন কৌশলে জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হয়। তদন্তাধীন মামলার পাশাপাশি ধৃত আসামী পুরাতন রহিঙ্গা শরনার্থী হিসাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা অর্ন্তভূক্তির বিষয়ে তদন্ত অনুসন্ধান অব্যাহত আছে। আসামীকে ০৭(সাত) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..