বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন , ই-পেপার

নড়াইলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে ৫ শতাধিক দরিদ্র ছাত্র- ছাত্রীদের  মাঝে এসব শীত বস্ত্র বিতরন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সি আইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুশ মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারন সম্পাদক শরিফুজ্জামান, রুপক মুখার্জি, কাজী ইমরানসহ প্রমুখ। এছাড়াও একই এলাকার গন্ডব মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..