শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সচিবালয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে : শাহজাহান   সুবর্ণচরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু চাঁদপুরে জাহাজে ৭ খুনে জড়িত: পলাতক ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার ভাবিকে খুনের মামলায় দেবর গ্রেপ্তার  মোহনগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত  আমাকে জুতার মালা পরানো মানে সব মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া’ মালিক ফোনে জাহাজের কাউকে পাননি, অন্যরা গিয়ে দেখেন রক্তমাখা লাশ নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে এক ছাত্রদলকর্মী নি’হত হয়েছে নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সাধন আমাদের প্রধান লক্ষ্য : ডিএমপি কমিশনার

চট্টগ্রামে তিন কন্যার বিয়ে দিচ্ছে জেলা প্রশাসন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ভাগ্য বিড়ম্বনায় জন্মের পর থেকেই মা-বাবার মমতায় সমাজসেবা অধিদপ্তরের শিশু নিবাসে বেড়ে ওঠা তিন কন্যার বিয়ে দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সরকারিভাবে বিয়ের আয়োজন করা এই তিন তরুণী হলেন মর্জিনা আক্তার, মুক্তা আক্তার ও তানিয়া আক্তার। তাদের বিয়ের জন্য যাবতীয় স্বর্ণালঙ্কার পাঠিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৮টায় চট্টগ্রামের অফিসার্স ক্লাবে আয়োজিত জমকালো বিয়ের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, এ আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি উপস্থিত না থাকলেও মায়ের মমতায় তিনি তাদের জন্য স্বর্ণালঙ্কারসহ উপহার পাঠিয়েছেন। আমরা সেই তিন কন্যাকে তাদের মা-বাপের শূন্যতা বুঝতে দিইনি। যে মেয়েদের বিয়ের অনুষ্ঠান, তারা কেউ এতিম নয়, সবাই আমাদের সন্তান।জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ৩ কন্যাকে পাত্র মো. ওমর ফারুক, মো. নূরউদ্দিন ও হেলাল উদ্দিনের হাতে তুলে দেবেন। জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিন কন্যা জানান, মা-বাবার শূন্যতা জেলা প্রশাসক বুঝতে দেননি। তাদের নিয়ে এই আয়োজনে তারা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি আজীবনের কৃতজ্ঞা জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাদের দেনমোহর নির্ধারণ হয়েছে মোট ৭ লাখ টাকা। বরযাত্রী থাকছে ৩০০ জন। ধনাঢ্য পরিবারের সন্তানদের বিয়েতে যেমন গায়ে হলুদের আয়োজন থাকে তেমনি তাদেরও গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানে জেলা প্রশাসক মোমিনুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ অংশ নিয়েছেন। এছাড়া গয়নাগাটি, সাজসজ্জা ও পোশাক-আশাক থেকে শুরু করে আদর-আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..