গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক সহ গুলিবিদ্ধ অবস্থায় ১০ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২ সেপ্টেম্বর রোজ (শুক্রবার) নগরীর শ্মশানঘাট ব্রিজ নামক এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচার করে। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার দুইটি দল ও রাএিকালীন কিলো-১ টিম অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ভাবে গুলি ছোড়ে। তখন পুলিশ তাদের নিজেদের জীবন ও সরকারি মালামাল রক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে, পরে একপর্যায়ে মাদককারবারী ও পুলিশের মধ্যে গোলাগুলিরতে অজ্ঞাত ৩/৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আঃ আজিজ(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে বামপায়ে গুলিবিদ্ধ অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১রাউন্ড গুলি ২৬ গ্রাম হেরোইন এবং ও মোঃ সোহেল ওরফে মদন সোহেল(২৭) কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলায় সদর থানার কনস্টেবল/৭৬৫ শাহীন গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্য শাহীন ও মাদক ব্যবসায়ী আঃ আজিজকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আঃআজিজ(৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ৭৮(০৫)২০১৭,৬৯(০৮)২০১৮,১৭০(৩)২০১৮,সদর থানা মামলা নং ৫২(০৭)২০১৯,৬৩(১২)২০১৯,১২(০৮)২০২০,৩২(০৩)২০২১,২০(১০)২০২১,১৪(০১)২০২১,২৮(০৭)২০২২এবং ২৬(০৬)২০২১(পেনাল কোডের অন্যান্য ধারায়) মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তিনি আরও বলেন,প্রতি নিয়মিত মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।