শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

নোয়াখালীতে বিয়ের প্রলোভন প্রেমিকাকে ধর্ষণ প্রেমিকের মা আটক,

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে প্রেমিকাকে (১৬) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকের মা আমেনাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামুনসহ তার তিন স্বজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর পরপরই আমেনাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগীকে নিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন মামুন।

এদিকে গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে ফের ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে মামুন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন পালিয়ে যান। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা ভুক্তভোগীর সঙ্গে মামুনের বিয়ে দিতে রাজি হন। কিন্তু একই সঙ্গে তারা কালক্ষেপণ করতে থাকে। অন্যদিকে বিভিন্নভাবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এজহার নামীয় আসামি প্রেমিকের মাকে একই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..