বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন , ই-পেপার

লালমনিরহাটে রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় রাস্তা সংস্কারের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

রবিবার (১২ জুন) সকালে দিকে উপজেলার কাকিনা কাচারীবাজার হতে উত্তর-বাংলা কলেজ গেট পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবীতে সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা দাবী করে বলেন, দীর্ঘদিনে রাস্তাটির সংস্কার কাজ না হওয়ায় বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। তাই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান জানান, সরেজমিনে রাস্তাটি দেখে এ বছরেই মেইনটেনেন্স করতে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..