আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১২ ঘটিকায় মাগুরা মহম্মদপুর উপজেলার উত্তর আড়মাঝী খালেক মাস্টারের বাড়ির সামনের এলাকার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে রায়হানুর আবিদ দিব্য(১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এলাকাবাসী নিখোঁজের কয়েক ঘন্টা পর থেকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে।এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।
নিখোঁজ দিব্য নারকেলবাড়ীয়া গ্রামের হান্নান মিয়ার পুত্র।সে আড়মাঝী গ্রামে ফুফু বাড়ীতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।