বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

নড়াইলে চারলেনের সড়কঃ বাস্তবায়ন ও উন্নয়নের পক্ষেই নড়াইলবাসি।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে শেখ রাসেল সেতু হয়ে সীতারামপুর পর্যন্ত প্রস্তাবিত চারলেন সড়ক বাস্তবায়ন চাই সর্বস্তরের জনগণ। নড়াইলের উন্নয়নের পক্ষে অবস্থান নেন নড়াইলের জনতা। সোমবার (২৭ সেপ্টেম্বর) শহরের রুপগন্জে নড়াইল জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে একই স্থানে নড়াইলে ফোরলেন বাস্তবায়নের বিপক্ষে গুটিকয়েক ব্যাবসায়ীদের নিয়ে সংক্ষিপ্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের আহবায়ক ব্যাবসায়ী ওয়াহিদুজ্জামান। এসময় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কঠোর ভুমিকা পালন করেন। যার কারনে বড় ধরনের সহিংসতা থেকে রক্ষাপায় নড়াইলবাসী। নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া ও সাধারন সম্পাদক সিদ্ধার্থ দাস পল্টু বলেন, ওয়াহিদুজ্জামান ছাত্রলীগের অফিস দখল করে অবৈধভাবে কমিউনিটি সেন্টার স্থাপন করেছিল, তারাই আজ তাদের অবৈধ সম্পত্তি রক্ষার জন্য ষড়যন্ত্র করছে এবং ফোর লেনের বিরোধিতা করছে। মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ বলেন, ওয়াহিদুজ্জামান জীবনে কখনো রাজনীতি করেননি, যুবলীগের আহবায়ক হলো জীবনের প্রথম পদ। এর আগে ছাত্রলীগ বা যুবলীগে তার কোন পদ ছিলোনা। তিনি একজন প্রোফেশনাল ব্যাবসায়ী। এজন্যই এই ব্যাবসায়ী এখন সরকারের উন্নয়ন কাজে বাধা হয়ে দাড়াচ্ছে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, নড়াইল পৌর আওয়ামিলীগের সহ-সভাপতি মেসকাতুল ওয়ায়েজিন লিটু, নড়াইল জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম। মানববন্ধনে উপস্থিত লোকজন ফোরলেন বাস্তবায়নের পক্ষে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মানব বন্ধনে অংশ নেন। যেখানে লেখা ছিল – চিত্রা নদী অবৈধ দখল মুক্ত চাই, দখলমুক্ত নড়াইল চাই। নিরাপদ চলাচলে ও বৃহৎ স্বার্থে ফোরলেন চাই ইত্যাদি।
জানা গেছে, নড়াইল শহরের অভ্যন্তরীন সড়কটি যানবাহনের চাপে নিয়মিত যানজট লেগে থাকে। এতে করে এ মহাসড়ক ব্যাবহারকারীদের প্রতিনিয়ত শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে।এই যানজটের কবল থেকে পরিত্রাণ পেতে এ মহাসড়কের নড়াইল শহরাংশের উপর দিয়ে যাওয়া ৫ দশমিক ৭৯১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা কমিশন সূত্র মতে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় থেকে প্রস্তাব করা হয়েছে
” নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন” শীর্ষক এই প্রকল্প। আর এটি বাস্তবায়নে ব্যায় ধরা হয়েছে ১৭৯ কোটি ৯৮ লক্ষ ৯০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নড়াইল শহরের সড়ক প্রশস্থ করার মাধ্যমে যানজট নিরসন এবংএই মহাসড়ক ব্যবহারকারীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..