রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় ছাত্রলীগের নেতার উপর হামলা, আটক ৫।।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নড়াইল লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের এক নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আহত ছাত্রলীগ নেতাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে লোহাগড়ায় উত্তেজনা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

জানা গেছে, লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সাবেক কমিটির সদস্য সজীব শেখ (২২) বুধবার দুপরে এ্যাসাইমেন্ট জমা দেওয়ার জন্য সরকারি লোহাগড়া আদর্শ কলেজে যায়। কলেজের প্রধান গেটের অদুরে ছাত্রলীগ নেতা সজিবের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত পিয়াসের সাথে বাকবিতন্ডা হয়।
এ ঘটনার জের ধরে পিয়াসের বড় ভাই পলাশ মাহমুদের নেতৃত্বে মারুফ, তপুু, রচি,আতা, আব্দুল্লাহ, রহিম, দিদার সহ ১৫/ ২০ জনের একদল দূর্বৃত্ত লাঠি সোটা ও রামদা নিয়ে সজিবের উপর হামলা চালায় এবং সজিবকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত সজিবকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ সজিব মুসল্লী বলেন, এ্যাসাইমেন্ট জমা দিতে গেলে।

একদল বহিরাগত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা সজিবের উপর হামলা করে তাকে আহত করে। উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানায়, দোষীদের আটকের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদরে ছাত্রলীগের নেতা – কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..