বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় নাশকতা মামলায় যুবলীগের সভাপতিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জুলাইয়ে বীর শহীদদের প্রতি এবি পার্টির নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন বছর ধরে মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছেন কালাম নেত্রকোণায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে   জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে লিফলেট বিতরণ করেন সা’দত কলেজ বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শাহ আলম পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার চিত্রনায়িকা নিপুন সিলেটে থেকে আটক উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি)

রাজস্থলী কৃষক থুইনুমং মারমা হত্যা মামলার আসামী আটক।

রাঙামাটি রাজস্থলী প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

রাঙামাটি রাজস্থলীতে আইনশৃঙ্খলাবাহানী গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কৃষক থুইনুমং মারমা হত্যা মামলার আসামীদের কে রাইখালী ডংনালা এলাকা হতে ১৯ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯ টায় ২ জন আসামী কে আটক করেন। তারা হলেন সুইচাপ্রু মারমা, (৪৮) সে রাঙামাটি জেলার রাইখালী ইউনিয়নের কাকড়াছড়ি এলাকার মৃত উসাপ্রু মারমার ছেলে, অপর জন, পাইংচিং মারমা( ৪২) একই এলাকার আফোইমং মারমার ছেলে। এর আগে থুইনুমং হত্যার মামলায় আরো ১জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী। রাজস্থলী থানা পুলিশ সূত্রে জানা যায়,২০২০ সালের ২৬ নভেম্বর রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকার নীরহ কৃষক থুইনুমং মারমা কে অর্তকিত ভাবে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্বার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যান। এ বিষয়ে থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করা হয়, ঐ মামলা নং ০১/২৬/১১/২০২০ ধারা.৩০২. ৩৪ দন্ড বিধি। এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মফজল আহম্মদ খান, জানান বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মাহবুব ২ জন আসামী কে এনে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে থুইনুমং মারমা হত্যায় মামলা থাকায় উভয় কে শুক্রবার রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি সাংবাদিককে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..