বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ভোলার প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে একটি আন্তর্জাতিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে তাদের মাঝে শীতের পোশাক, স্কুল ব্যাগ এবং আধুনিক ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের এডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ‘Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের নির্বাচিত ২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী এ সহায়তা পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুনবী। এছাড়া বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল জবিউল্লাহ ও মো. কামরুজ্জামান।
এ কর্মসূচির অংশ হিসেবে ৪৩ নম্বর তুলাতলী খন্দকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি এবং ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুটি ডেল ব্র্যান্ডের আধুনিক ল্যাপটপ প্রদান করা হয়। এসব ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠ গ্রহণ ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
এই ক্যাটাগরীর আরো খবর..