আজ ৮ই নভেম্বর ভোলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর সভাপতিত্ব করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ভোলা প্রেস ক্লাবের আহবায়ক এডভোকেট ড.মোঃবাসেত এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, এনামুল হক,বাচ্চু মোল্লা, বশির আহমেদ হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম ভিপি, বিএনপি নেতা খন্দকার আল-আমিনসহ উপজেলা, পৌর বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির ভাষনে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিকভাবে বিপ্লব ও সংহতি দিবস বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবে।ঐ দিন ৭ নভেম্বর শুক্রবার সিপাহি জনতা বিপ্লব না ঘটালে আমরা আজ হয়তো গণতন্ত্র ফিরে পেতাম না,কথা বলার স্বাধীনতা ফিরে পেতাম না,আমরা বহুদলীয় রাজনীতির চর্চা করতে পারতাম না।ঐ দিন সিপাহী জনতা কাধেঁ কাধঁ মিলিয়ে মেজর জেনারেল জিয়াকে মুক্ত করে দেশকে সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করেছেন। মেজর জেনারেল জিয়া সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে দেশ রক্ষার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।
তিনি আরও বলেন আমরা সবাই মিলে ভোলাকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলবো,আমরা ভোলাকে আমাদের ভোলায় উৎপাদিত গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পনগরী হিসেবে গড়ে তুলবো তাছাড়া সামনে আমাদের নির্বাচন আপনারা সাংবাদিকরা আপনাদের দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করবেন এবং গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখবেন।।