সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ফসলি জমি ও সরকারী খাস জমি থেকে বেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে মাটি ব্যবসায়ীরা।
বেশ কয়েক দিন ধরেই চলছে দিনে ও রাতে অবৈধ ভাবে মাটিকাটা ও বিক্রির রমরমা ব্যবসা।
রাতে বেকু গাড়ির বিকট শব্দ, ট্রাক্টর ও লড়ি গাড়ির অপ্রয়োযনীয় হর্ণ এর কারণে,মানুষের ঘুমের ব্যাঘাত সহ সৃষ্টি হয় নানা রকম সমস্যা।
আর দিনের বেলায় লড়ি গাড়ির অতিরিক্ত চলাচলে যেনো শুরু হয় ধুলোর ঘুর্ণিঝড়।
এদিকে সরকারী খাস জমি থেকে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে ভিটা তৈরীর কাজে।
আইনের তোয়াক্কা না করেই বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব চলছে দিনরাত।প্রশাসনের নজর ধারির পরে-ও অদৃশ্য এক ক্ষমতায় চলছে এসব কাজ।
মাটি ব্যবসায়ীর কাছে জানতে চাইলে শুরু হয় নানান রকম তাল বাহানা। সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার কথা বলে, জয়শ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাইজিদ ওরফে বাজে মাস্তান নামে এক মেম্বার, ভিডিও সহ সাংবাদিকদের হাতে প্রমাণিত, এ বিষয়ে ধর্মপাশা উপজেলা ইউএনও কাছে জানতে চাইলে তিনি বলেন, অবৈধভাবে এক্সেভেটর বিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।