রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে শুভসূচনা করেছে পর্তুগাল। মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে সহজ সুযোগ নষ্টের পর জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অপর গোলটি আসে রাফায়েল গেরেইরোর পা থেকে।

হাঙ্গেরির মাঠে ম্যাচটিতে পুরো সময়ই আধিপত্য ছিল পর্তুগালের। একের পর এক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি দলটি। খেলার প্রথমার্ধের দুই মিনিট আগে হাঙ্গেরির গোল মুখে সহজ সুযোগ পেয়েছিলেন রোনালদো। গোল লাইনের খুব কাছ থেকে পেয়েও বারের ওপর দিয়ে মারেন।

গোলশূন্য থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দারুণ আরেকটি সেভ করেন গুলাসি। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে পেপের হেড ফিরিয়ে দেন তিনি। ৬৭তম মিনিটে ভালো একটি সুযোগ পান ফের্নান্দেস। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গুলাসি।

খেলার ৮০তম মিনিটে হাঙ্গেরির সাবোচ শুনের বল জালে পাঠিয়ে উৎসবে মেতেছিলেন। কিন্তু অফসাইড হওয়ায় বাতিল হয় গোলটি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের একদম শেষ দিকে আট মিনিটের মধ্যে তিন গোল করে সব হিসেব বদলে দেয় ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

৮৪তম মিনিটে ডি-বক্সে গেররেইরোর শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দুই মিনিট পর রাফা সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ​ডি-বক্সে রাফার সঙ্গে ওয়ান-টু পাসে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ৩৬ বছর বয়সী তারকা।

এদিন মাঠে নেমেই জার্মানির বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে ছাড়িয়ে ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৯ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন ক্রিশ্চিয়ানো। ম্যাচটিতে জোড়া গোলের মধ্য দিয়ে ইউরো কাপের ইতিহাসে এখন সর্বোচ্চ গোল পর্তুগালের এই সুপার স্টারের। ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকে পেছনে ফেলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১১টি গোলের মালিক এখন তিনি। দেশের হয়ে ১৭৫ ম্যাচে গোল ১০৬টি।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানির মাঠে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে হাঙ্গেরি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..