আনোয়ারায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের শীতের কাপড়ের ব্যবস্থা করার জন্য ‘মানবতার দেয়াল’ নামের কর্মসূচি হাতে নিয়েছেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন।আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। দেয়ালটির হ্যাংগারে কিছু কাপড় ঝুলানো। প্যান্ট-শার্ট-গেঞ্জি-চাদর ইত্যাদি। কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দুয়েকটি কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যান। এমন উদ্যোগটি দেখা গেছে চট্রগ্রাম আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় সড়কে।
আপনার অপ্রয়োজনীয় জিনিসটি সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সমস্যা কিছুটা লাঘব করতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার চাতরী চৌমুহনীতে উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের এ দেয়াল গড়ে তুলেছেন ‘মানবতার দেয়াল’।
আনোয়ারা প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক খালেদ মনছুর জানান, সমাজের অবহেলিত অস্বচ্ছল মানুষদের জন্যে কিছু করতেই সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি বিত্তবান ও স্বচ্ছল মানুষরা তাদের অব্যবহৃত জামা কাপড় এ দেয়ালে রেখে যাবেন। যার ফলে অস্বচ্ছল মানুষেরা এখান থেকে নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারবে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খালেদ মনছুর, আরো উপস্থিত ছিলেন সিইউএফএল সিবিত্র নেতা মোহাম্মদ ফারুক, হাফেজ মিনহাজ উদ্দীন,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ,সাধারণ সম্পাদক এম মোরশেদ মান্নান,সহ-সাধারণ সম্পাদক মনির উদ্দীন,অর্থ সম্পাদক শফি আলম,সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,সদস্য মেহাম্মদ ফরহাদ প্রমূখ।